চিকিৎসার নামে অভিনব প্রতারণা, ভুয়া ডাক্তার গ্রেফতার
👉চিকিৎসার নামে অভিনব প্রতারণা, ভুয়া ডাক্তার গ্রেফতার 💥 #ভুয়া_ডাক্তার #Fake_Doctor #অভিনব_প্রতারণা 💥 👉সেখানে ’ইউনি ওয়ার্ল্ড সার্ভিস’ নাম দিয়ে গত প্রায় একবছর ধরে আটতলা ভবনের চারতলায় তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে আসছিল শহরের নয়নামতি মহল্লার আকবর হোসেন।বুধবার রাতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক ও চেয়ারম্যান আকবর হোসেনকে ম্যাজিক মেশিনসহ আটক করেছে পুলিশ। আকবর বিবি দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পাস করে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে ইউনানি ও অ্যালোপ্যাথিক পদ্ধতির চিকিৎসা দিয়ে আসছিলেন। আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে জামানত নিয়ে প্রায় অর্ধশত নারী পুরুষকে নিয়োগ দেয় ইউনি হেলথ সার্ভিস নামের প্রতিষ্ঠানটি।