পানিতে সানি লিওনের ফটোশুট, ছড়ালেন উষ্ণতা
👉পানিতে সানি লিওনের ফটোশুট, ছড়ালেন উষ্ণতা
💥#Sunny_Leone #Photoshoots #Bollywood_News 💥
👉 যতদূর চোখ যায়, শুধুই পানি। তারই মাঝে একটি নৌকা। সেখানে বসে সানি লিওন। খোলা চুল, শান্ত দুটি চোখ, কপালে চন্দন টিপ। এই সানি যেন অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা। চেনা পরিধির খানিক বাইরে। তার পরনে লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। সেটির আঁচল নেই এবং দেখতে কিছুটা স্কার্টের মতো। এই ফিউশন পোশাকের সঙ্গেই কানে পরেছেন সোনার দুল, পায়ে সোনার নুপুর, দু'হাত ভরতি লাল চুড়ি।
Comments