বিশ্ব ইজতেমা ১৫-১৭ ফেব্রুয়ারি

আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ঢাকার অদূরে টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ইজতেমা আলাদাভাবে হবে না। ১৫, ১৬ এবং ১৭ জানুয়ারি দুই পক্ষ এক সঙ্গে ইজতেমার আয়োজন করবে।’
এর আগে গতকাল বুধবার সচিবালয়ে তাবলিগের বিবাদমান দুপক্ষের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসের কোনো এক সময় হবে।
এবারের এ ইজতেমায় ভারতের মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী উপস্থিত থাকবেন না। তাবলিগের দুপক্ষ গতকাল আলোচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়।
মাওলানা সা’দ প্রতি বছরই টঙ্গীতে হওয়া বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে খুতবা দিতেন এবং বিশ্ব মুসলিমদের শান্তি কামনায় আখেরি মোনাজাতে নেতৃত্ব দিতেন।
প্রসঙ্গত, বেশকিছু ইস্যু নিয়ে কয়েক বছর ধরেই তাবলিগ জামাতের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত বছর বিশ্ব ইজতেমার পরই এটা সবার সামনে চলে আসে। তৈরি হয় দুটি পক্ষ এবং তারা আলাদাভাবে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেন।

Comments