ছেলের মৃত্যুর আধাঘণ্টা পর সড়কে পড়ে মায়ের মৃত্যু
যশোরের চৌগাছায় ছেলের মৃত্যুর পর মাত্র ৩০ মিনিটের ব্যবধানে সড়কে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন মা। গতকাল মঙ্গলবার রাত ১০টা এবং সাড়ে ১০টার দিকে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ওই বৃদ্ধার নাম শহর বানু (৯০)।আর তার ছেলের নাম শাহাদত হোসেন সাধু (৫৫)।
স্থানীয়রা জানান, বেড়গোবিন্দপুর পূর্বপাড়ার শাহাদত হোসেন সাধু বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে লাঠি ভর দিয়ে চলতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে অসুস্থ অবস্থায় মারা যান তিনি। পরে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামের মধ্যপাড়ায় সাধুর বাবার ভিটায় বসবাসরত বৃদ্ধা মা শহর বানু মৃতদেহ দেখতে রওনা দেন।
কিন্তু দ্রুত পায়ে হাঁটতে গিয়ে পথিমধ্যে সড়কে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে মা-ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় গ্রামের মধ্যপাড়া মসজিদের সামনে নামাজে জানাজা শেষে তাদের গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Comments