রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে মিছিলটি বের করা হয়।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিলটি বাটা সিগন্যাল থেকে সায়েন্স ল্যাবরেটরির দিকে গিয়ে শেষ হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
মিছিলে কেন্দ্রীয় কয়েকজন নেতা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন বিষয়ে স্লোগান দেন।

Comments