ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে মোবাইলে আসবে বার্তা
ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে জাপানিদের মোবাইলে পৌঁছে যায় সতর্ক বার্তা। জাপান ছাড়া আর অন্য কোনো দেশে এ ব্যবস্থা নেই। এবার বাংলাদেশেও এ সেবা চালু করতে জাপানের সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার।

এ তথ্য জানিয়ে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা বেড়েছে। তথ্য আদান-প্রদানের জন্য আমাদের ‘১০৯০’ নম্বর রয়েছে। এতে আমরা পাঁচ দিন আগে ঘূর্ণিঝড়ের এবং ১৫ দিন আগে বন্যার তথ্য দিতে পারছি।’
তিনি আরো বলেন, ‘ভূমিকম্পের ক্ষেত্রে একমাত্র জাপানই ১০ সেকেন্ড আগে মোবাইলে অ্যালার্ট জারি করতে পারে। বাংলাদেশও এ ব্যবস্থা পেতে জাপানের সঙ্গে জাইকা প্রজেক্টে কাজ চলছে।’
Comments