সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

নীলফামারীর সৈয়দপুরে একটি খামারবাড়িতে ঢুকে স্বামী ও স্ত্রীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 
  
নিহতরা হলেন নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুনকে (৪৫)। 
এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত বাড়িতে বসবাস করতো স্বামী-স্ত্রী ও তাদের একজন কর্মচারী। শনিবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলা কেটে হত্যা করে। এ সময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

Comments