কেন ইলেকশনকে আনঅবজার্ভড রাখা হয়েছে?

আজকের বাংলাদেশ-এ খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় আজকের পর্বে আলোচনা হয়েছে আগামীকাল, বুধবার বসবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিকে দুর্নীতি রোধে নানা খাতে চলছে দুদকের অভিযান। সাম্প্রতিক পদক্ষেপগুলো সহ নতুন সরকারের নানামুখী দায়িত্ব নিয়ে, প্রত্যাশা এখন।

Comments