চলে গেলেন নায়ক মান্নার মা
সন্তানের জন্য ১১ বছর কেঁদে না ফেরার দেশে চলে গেলেন নায়ক মান্নার মা

চিত্রনায়ক মান্না। ফাইল ছবি, সংগৃহীত
মায়ের মর্মস্পর্শী এই গানটির সঙ্গে ঠোট মিলিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না। এবার এই নায়কের মা চিরদিনের জন্য চলে গেলেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার দুপুরে টাঙ্গাইলে নিজ বাসভবনে মারা যান হাসিনা ইসলাম। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর।
মান্নার স্ত্রী শেলি মান্না বলেন, শনিবার রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে যান।
তবে তার জানাজা ও দাফন কখন, কোথায় হবে এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কিছু বলতে পারেননি শেলি।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নায়ক মান্না। মাত্র ৪৪ বছর বয়সেই তিনি চলে যান।

চিত্রনায়ক মান্না না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি । সন্তানের জন্য ১১ বছর কেঁদে এবার বিদায় নিলেন মান্নার মা হাসিনা ইসলাম। আজ (রোববার) দুপুরের পর টাঙ্গাইলের জেলায় নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৭৫ বছর।





মান্নার স্ত্রী শেলী মান্না তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

শেলী মান্না বলেন, ‘২০ বছর আগে আমার শ্বশুর মারা যান। ১১ বছর হলো মান্নাকে হারানোর। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। আজ দুপুরের দিকে তার মৃত্যুর খবর পেয়েছি।’





শেলী মান্না আরও বলেন, ‘অনেক ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। আফসোস লাগছে অনেক তার সঙ্গে দেখা হয়নি আমার। কাল তার দাফন হবে, শেষবারের মতো শাশুড়ি মা’র মুখ দেখতে যাচ্ছি। ’





২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয়।
Comments