শিল্পা সেঠির ভিডিও ভাইরাল

শিল্পা শেঠি
জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির কাছে বয়স সংখ্যা মাত্র। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী নিজের আবেদন এখনও ধরে রেখেছেন। ফিটনেসের দিক থেকে নারীদের অনুপ্রেরণার নাম শিল্পা।
bestelectronics
এর আগে জিমের ভিডিও, যোগব্যায়াম, স্বাস্থ্যকর খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গেছে নায়িকাকে। এবার প্রথমবারের মতো পাইলেটস সেশনের ভিডিও পোস্ট করেছেন শিল্পা। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে।
বলিউড অভিনেত্রীদের মধ্যে পাইলেটস খুব জনপ্রিয়। আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সারা আলী খানসহ অনেকেই নিয়মিত পাইলেটস সেশন করেন।
ইনস্টাগ্রাম ভিডিওটি শেয়ার করে শিল্পা লিখেছেন, আমার প্রথম পাইলেটস ক্লাস! প্রথমবারের মতো চেষ্টা করলাম।
এদিকে দীর্ঘ ১২ বছর পর অভিনয়ে কামব্যাক করছেন এই অভিনেত্রী। নতুন ছবির শুটিং শুরু হবে আগস্ট মাসে। ছবিতে আরও রয়েছেন দিলজিত দোশানজ ও ইয়ামি গৌতম। ছবির দ্বিতীয় প্রধান নারী চরিত্রে শিল্পাকে দেখবেন দর্শক।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : যা ঘটছে সবই মিথ্যে রটনা বললেন উর্বশী
---------------------------------------------------------------------
পরিচালনায় করছেন হারুন। যিনি ‘রাজু বান গ্যায়া গ্যান্টেলম্যান’, ‘ইয়েস বস’ ও ‘পেহেলি’র মতো ছবির সহকারী পরিচালক ছিলেন।
‘ধারকান’ খ্যাত অভিনেত্রীকে সবশেষ রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্স চ্যাপ্টার ৩’র বিচারক হিসেবে দেখা গেছে। আন্তর্জাতিক রিয়্যালিটি শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার ৫’-এ বিজয়ী হওয়ার পর তিনি ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করেন।
২০০৭ সালে ‘আপনে’ চলচ্চিত্রে শিল্পাকে অভিনয়ে শেষবার দেখা যায়। এরপর ২০০৮ সালে ‘দোস্তানা’ ছবির একটি গানে পারফর্ম করেন। এছাড়া ‘ওম শান্তি ওম’ ছবিতে অতিথি চরিত্রে দেখা মিলেছিল তার। প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছিলেন তিনি। ২০১৪ সালে শিল্পা প্রযোজিত ‘ডিস্ককিইয়ুন’ ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
এম
DMCA.com Protection Status

Comments