স্ত্রী কাজলের জন্মদিনে মন্তব্য করে বিপাকে অজয়

অজয় দেবগণ ও কাজল। ছবি: সংগৃহীত
স্ত্রী কাজলের জন্মদিনে খুব অদ্ভুত শুভেচ্ছা জানালেন অজয় দেবগণ। কিন্তু কেন? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে ভক্তদের মনে। এর আগেও নিজের বিয়ের তারিখ ভুল বলে সকলের সামনে কাজলকে বিব্রত করেছিলেন তিনি। এবার জন্মদিনেও একইভাবে মন্তব্য নিয়ে নিজেই পড়লেন বিপাকে।
স্ত্রী কাজলকে ঘুম থেকে উঠে পড়তে বলেছিলেন অজয়। কাজলের বিউটি স্লিপের প্রয়োজন নেই, স্ত্রীকে চোখ বুজে রেস্ট নিতে দেখে সোশ্যাল মিডিয়ায়ই এমন লিখে বসেন অজয়। কাজলের জন্মদিন। তাই অন্যদিনের মতো নয়।
আরো পড়ুন: আগস্টে আরো ভয়ংকর রূপ নিয়েছে ডেঙ্গু
এই স্পেশাল দিনটি একটু বিশেষভাবে কাটানোর ইচ্ছে অভিনেত্রীর। তবে তাতেই আপত্তি অজয়ের। তাতেই ভক্তদের প্রশ্নের মুখে পড়েন তিনি। তবে যোগ্য উত্তরও দেন কাজল। তিনি বলেন, ঘুম থেকে তিনি অনেক আগেই উঠেছেন।

জানা গেছে, বৃষ্টির কারণে ছেলের স্কুল ছুটি। তাই আবার জিরিয়ে নিচ্ছেন। কাজলের এমন উত্তরে জমে উঠেছে লড়াই। স্বামী-স্ত্রীর এই মিষ্টি লড়াইয়ে মজা পেয়েছেন নেটিজেনরাও। আসলে কাজলের জন্মদিনে শুভেচ্ছা করতে গিয়েছিলেন অজয়। কিন্তু হল ঠিক উল্টো। নিজেই পড়লেন বিপাকে!
ইত্তেফাক/বিএএফ
এই পাতার আরো খবর -
Comments