অতিরিক্ত সচিবের গাড়ি পারাপারের বিশেষ সুবিধা, প্রাণ গেল শিশুর ।। Student Death in Feri
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের গাড়ির অপেক্ষায় প্রায় ৩ ঘণ্টা ফেরি বসে থাকায় প্রাণ গেলো অ্যাম্বুলেন্সের রোগীর। আশপাশের লোকজনের অনুরোধের পরও কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ছাড়েনি বলে অভিযোগ স্বজনদের। এমনকি প্রতিকার মেলেনি জরুরি নাম্বার ট্রিপল নাইনে ফোন করেও। তবে এসব অভিযোগ এড়িয়ে গেছে ঘাট কর্তৃপক্ষ।
যুগ্ম সচিব ও চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডলের জন্য ফেরি ছাড়তে বিলম্বের কারণে স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠিত হয়েছে।
Comments