ব্রেক্সিট চুক্তির সমাধান হতে পারে জানুয়ারীর শেষে
- ব্রিটিশ প্রধানমন্ত্রী মে পার্লামেন্টে এক ঘোষণায় বলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহেই এমপিরা ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোট শুরু করবেন। তার এ ঘোষণার পর পাউন্ড ডলার এর বিপরীতে ১.২৬৪৬ লেভেল থেকে ফিরে আসে। এরপর হয়ত আমরা দেখব ডলার এর বিপরীতে পাউন্ড এর পতন।বর্তমানে জিবিপি-ইউএসডি পেয়ার ১.২৬৫০ লেভেলে অবস্থান করছে। পরবর্তী রেসিসটান্স লেভেল ১.২৬৮৫ লেভেল যদি মার্কেট ব্রেক করে তাহলে পেয়ারটিকে আমরা ১.২৭২০ লেভেলে দেখতে পাব। আর প্রাইস যদি ১.২৬৮৫ লেভেলটিকে ব্রেক করতে না পারে তাহলে হয়ত জিবিপি-ইউএসডি পেয়ার ১.২৫৯০ সাপোর্ট লেভেল ব্রেক করে আরও নিচে চলে যেতে পারে। ৪ ঘণ্টার চার্টে আমরা দেখতে পাই প্রাইস ২০ মুভিং এভারেজ থেকে আপওয়ারড মুভিং মোমেনটাম লস করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নেতৃত্ব ভোটে জয়লাভের পর জিবিপি-ইউএসডি পেয়ার দিনের শুরুতে ১.২৬৮৬ প্রাইসে উঠে যায়। ব্রাসেলসে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে ইইউ নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ব্রেক্সিট নিয়ে আলোচনার আর কোনও সুযোগ নেই তবে বিষয়টি ব্যাখ্যা করা যেতে পারে। ইইউ নেতাদের আস্থার অভাবে ব্রেক্সিট চুক্তি নিয়ে হাউস অফ কমনসের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী মে। ডলার এর বিপরীতে পাউন্ড ১.২৬০৯ রেঞ্জে নেমে আসে এই নিউজ এর প্রভাবে।
জিবিপি-ইউএসডি পেয়ার বেয়ারিশ ২০ simple moving average line (SMA) এর উপরে এবং ২০০ expotential moving average (EMA) এর অনেক নিচে ১.২৬৮৬ থেকে ১.২৬০৯ রেঞ্জে অবস্থান করছিল, যেটা ২০০ expotential moving average line এ (EMA) ১.২৮২০ লেভেলে নিম্নগামী হয় যেখানে টেকনিক্যাল ইনডিকেটর বেয়ারিশ মুভমেন্ট নির্দেশ করছিল। নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা যে মার্কেট এর পরবর্তী মুভমেন্ট বেয়ারিশ হবে কিনা, তবে ফান্ডাম্যানটাল এনালাইসিস তাই বলছে।
এপ্রিল ২০১৭ সালের পর এবারই প্রথম, GBPUSD পেয়ারকে ১.২৫০৬ প্রাইসে নেমে আসতে দেখা যায়. কারণ, বর্তমান সময়ের আন্তর্জাতিকরাজনীতির আলোচিত বিষয় ব্রেক্সিট চুক্তি সংসদ থেকে তুলে নেওয়া হয় এবং পুনরায় তদন্তের জন্য ব্রাসেলসে ফিরে যায়, হাউজ অফ কমন্সেরসম্মতির জন্য. ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের রায় মোতাবেক, সদস্য রাষ্ট্রগুলোর সাথে পরামর্শ ছাড়াই ইউরোপীয় ইঊনিয়ন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ততাদের জন্য বিপরীত হতে পারে. এদিকে ব্রিটিশ সরকার বারবার বলছে, তারা ইউরোপীয় ইঊনিয়ন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করবে না.ব্রেক্সিট চুক্তির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্বেও প্রধানমন্ত্রী থেরেসা মে সংসদীয় ভোটে প্রতিদ্বন্দীতা করেন অন্যদিকে বিরোধীদলীয় নেতাকরবিনস্ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানায়. এদিকে সোমবার প্রকাশিত তথ্যমতে, শিল্প ও উৎপাদনের অপ্রত্যাশিত পতন ব্রিটিশ সরকারের জন্যহুমকিস্বরূপ. National Institute of Economic and Social Research (NIESR) এর প্রকাশিত তথ্যমতে, বিগত তিন মাসে যেখানে অর্থনৈতিকপ্রবৃদ্ধি ০.৪% ছিল বর্তমানে তা ০.৩% এসে দাড়িয়েছে. এর সাথে ৩% বোনাসসহ যুক্তরাজ্যে আগামী মঙ্গলবার বেকারত্বের হারের ফলাফল প্রকাশিতহবে. এদিকে International Labor Organization (ILO) এর বেকারত্বেও হার ৪.১%-এ অপরিবর্তীত থাকবে.GBPUSD পেয়ার উল্লেখিত সর্বনিম প্রাইস ১.২৫-এ touch করে তার নেগেটিভ অবস্থান থেকে ফিরে আসে. গত সপ্তাহের দ্বিতীয়ার্ধ পর্যন্ত প্রাইসDescending Trend Line এর মধ্যে অবস্থান করছিল কিন্তু শেষ পর্যন্ত ট্রেন্ড লাইন ব্রেক করে ১০০ পিপস এরও বেশি নীচে চলে আসে. ৪ ঘন্টারচার্টে আমরা দেখি একটি ২০ simple moving average line (SMA) উল্লেখিত ট্রেন্ড লাইনের সাথে মিলিত হয় যেখানে Technical Indicator –গুলিstrong sell এর signal দেয়. পরবর্তী সাপোর্ট লেভেল ১.২৫০০ যদি প্রাইস ব্রেক করে তাহলে আমরা মার্কেটকে ১.২৩৩০-১.২৩৫০ লেভেলে দেখতেপারি যেখানে ২০১৬ এবং ২০১৭ সালে একাধিকবার হাই এবং লো প্রাইস তৈরী করে.
ফরেক্স-এ অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন
Comments