সাভারে গাছ কেটে দেওয়া সেই নারীকে আটক

সাধের বাগানের গাছের এমন পরিণতি দেখে মন খারাপ রত্না হাবিবের। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকারঢাকার অদূরে সাভারের একটি বাড়ির ছাদ বাগানের গাছ কেটে দেওয়ার অভিযোগে খালেদা আক্তার নামের একজনকে আটক করা হয়েছে। সাভার থানা-পুলিশ আজ বুধবার সকালে তাঁকে আটক করে।
ছাদবাগানের কেটে ফেলা গাছে ধরেছিল নানা সবজি। সিআরপি এলাকা, সাভার, ২৩ অক্টোবর। ছবি: দীপু মালাকারগতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর গাছকাটার ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি ধারণ করে ফেসবুকে দেন লালমাটিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া হাবিব। আজ সকালে সাভারের সিআরপি রোডে ওই বাড়ির ছাদে ঘটনাস্থল পরিদর্শনে যান নির্বাহী হাকিম ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ।




Comments