চুমুর দৃশ্যে না বলায়, ইমরানের ছবি থেকে নায়িকা বাদ

imran-kriti
বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমি। বেশ কিছু ছবিতেই প্রসংশা কুড়িয়েছেন এ নায়ক। তবে তার ছবি মানেই রোমান্স। অনেক নায়িকাই চুম্বন দৃশ্যে রাজি না হওয়ায় ইমরান হাশমির ছবি থেকে বাদ পড়েছেন। সে তালিকায় আছে কারিনা কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, রানি মুখার্জি, ক্যাটরিনা কাইফের নাম।
   ক্লিক হেয়ার                   

সর্বশেষ এ তালিকায় উঠলো ‘হাউজফুল ৪’ খ্যাত নায়িকা কৃতি খারবান্দা। ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতায় নারাজ, আপত্তি চুম্বনেও। তাই নাকি ‘চেহরে’ নামের ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। সম্প্রতি এমন খবরেই তোলপাড় হচ্ছে বলিউড।
 ক্লিক হেয়ার

স্পটবয়ের খবর অনুযায়ী, পরিচালক রুমি জাফরির ‘চেহরে’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বইতে পরপর দুদিন শুটিংও করেছেন। কিন্তু এরপরই ইমরান হাশমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেওয়া হয় তাকে। এখানেই আপত্তি তোলেন কৃতি।

তার দাবি, চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় খুব একটা জরুরি ছিল না গল্পের জন্য। তাও ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেওয়া হয়। এরপরই বেঁকে বসেন কৃতি। ফলে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির ওই সিনেমা থেকে তিনি বেরিয়ে যান।
কৃতি বলেন, ‘কেউ যদি সিনেমার জন্য অপ্রত্যাশিত কোনও দৃশ্যে অভিনয় করতে না চান, তাহলে এর জন্য অভিনেত্রীকে নাক উঁচু স্বভাবের বলা উচিত নয়। ঘনিষ্ঠ দৃশ্য হোক বা চুম্বন দৃশ্য, কেউ নিজের ইচ্ছেয় অভিনয় করতে না চাইলে তাকে জোর করা ঠিক নয়।’
Goodman Travels
‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি ও বিগ-বি অমিতাভ বচ্চন অভিনীত আগামী ছবি ‘চেহরে’ থেকে সরিয়ে দেয়া হয়েছে অভিনেত্রী কৃতি খারবান্দাকে। সম্প্রতি এমন খবরে তোলপাড় গোটা বলিউড। কারণ কেন কৃতিকে সরিয়ে দেয়া হল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য।
বলিউড সূত্রে খবর, পরিচালক রুমি জাফরির ‘চেহরে’ ছবিতে অভিনয়ের জন্য অনেক আগেই চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বাইতে তিনি দুইদিন শুটিংও করেন। এরপরই ইমরান হাশমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুমুর দৃশ্যে অভিনয়ের কথা বলা হয় কৃতিকে। কিন্তু তাতে ঘোর আপত্তি তোলেন নায়িকা।
কৃতির দাবি, চুমু বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় খুব একটা জরুরি ছিল না ছবির গল্পে। তাও ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেয়া হয়। এরপরই তিনি বেঁকে বসেন। তাতেই ছবি থেকে তাকে সরিয়ে দেয়া হয়। অভিনেত্রী বলেন, ‘ঘনিষ্ঠ ও চুমুর দৃশ্যে অভিনয় করা বা না করা যার যার নিজস্ব ব্যাপার।’
কৃতি খারবান্দা বর্তমানে তার ‘পাগলপন্থি’ ছবির প্রমোশনে ব্যস্ত। এই ছবির শুটিং সেট থেকেই অভিনেতা পুলকিত স¤্রাটের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন বলে গুঞ্জন। কয়েকদিন আগে মুক্তি পায় ‘হাউজফুল ফোর’। এ ছবিতে কৃতি বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন।

Comments