ডাকাতি করার জন্য আইওয়াশ করেছে শেখ হাসিনা || এতো দুর্নীতি কিভাবে সম্ভব ? ...









বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতি এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানে ছাত্রলীগ, যুবলীগের পর নতুন টার্গেট কী হচ্ছে?

এনিয়েই ক্ষমতাসীন আওয়ামী লীগে নানা আলোচনা চলছে।

হঠাৎ করে এখন কেন দল এবং সহযোগী সংগঠনগুলোর নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে? আওয়ামী লীগের ভিতরেই অনেকে এই প্রশ্ন তুলেছেন।

কারণ কী হতে পারে?

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় দাপটের সাথেই সরকার চালাচ্ছে। বিরোধী রাজনৈতিক শক্তিও কোন চ্যালেঞ্জ তৈরি করার মতো অবস্থানে নেই।

কিন্তু আওয়ামী লীগের জন্য রাজনৈতিক বড় দুর্বলতা হচ্ছে গত দু'টি নির্বাচন। দু'টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়েছে।

আওয়ামী লীগের নেতাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে, তাদের নেতৃত্ব এই দুর্বলতার বিষয়টি অনুধাবন করেন।

সেজন্য 'উন্নয়নের গণতন্ত্রের' শ্লোগান দিয়েছে আওয়ামী লীগ বা সরকার। দাতাদের সহায়তা ছাড়া পদ্মা সেতু নির্মাণসহ উন্নয়ন কর্মকান্ডগুলোকে ভিত্তি করে মানুষের সমর্থন ধরে রাখার চেষ্টা তাদের রয়েছে।

এই 'উন্নয়নের গণতন্ত্রের' শ্লোগান নিয়েও সরকারকে অনেক সমালোচনা সইতে হয়েছে।

কিন্তু সেই 'উন্নয়নের যাত্রাতেও' তারা ভাবমূর্তির সংকটে পড়েছে নিজেদের কিছু নেতাকর্মীর কর্মকান্ডের জন্য।

Comments