আরো একটা ব্রোকারের পতন। এবার বন্ধ হয়ে যাচ্ছে UMOFX
আরো একটা ব্রোকারের পতন। এবার বন্ধ হয়ে যাচ্ছে UMOFX
https://amzn.to/2pSQhm7
ইউএমওএফএক্স (UMOFX) ব্রোকারটি ২০১০ সাল থেকে ফরেক্স মার্কেটে ছিল। এটা ইনস্টাফরেক্স এর মতো মিনি লট ব্রোকার। স্প্রেড ও কম ছিলো ইন্সটাফরেক্স থেকে, মাত্র দুই পিপ। কিন্তু পার্টনারদের সাথে ভাল সম্পর্ক গড়ে তুলতে না পারার কারনে খুব বেশি নাম করতে পারেনি ফরেক্স জগতে।
যেকোন ব্রোকারের জন্য বাংলদেশ একটু বেশি পছন্দের দেশ। এখানে ট্রেডারের সংখ্যা বেশি। কিন্তু UMOFX বাংলাদেশে মোটেও জায়গা করে নিতে না পারলেও মোটামুটি ৮ বছর ধরে টিকে ছিল। কিন্তু সম্প্রতি তারা সব সার্ভিস বন্ধের ঘোষনা দিয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে সকল সকল ট্রেডার এবং পার্টনাদের তাদের একাউন্ট থেকে ডলার উইথড্র করে নেয়ার নোটিস দিয়েছে।
তাদের নোটিশ থেকে জানা যায়, মেটাকোট কর্পোরেশন UMOFX কে নোটিশ দিয়েছে যে, খুব শিঘ্রই টেকনিক্যাল ইস্যুর কারনে তাদের MT4 সার্ভিস বন্ধ করে দেবে। এতে কোন ট্রেডার আর ট্রেড করতে পারবেন না। Metaquotes Software Corp তাদের একটা সুযোগ দিয়েছে , যদি তারা সার্ভিস চালু রাখতে চায় তাহলে তাদেরকে MT5 লাইসেন্স রিনিউ করতে হবে। কিন্তু বিভিআই (BVI-British Virgin Island) তাদেরকে ছাড়পত্র দিচ্ছেনা। ফলে তাদের সার্ভিস বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় থাকলো না।
২৭ জুলাই ২০১৮ এর মধ্যে ট্রেডারদেরকে সব ট্রেড ক্লোজ করতে বলা হয়েছে এবং ২৮ জুলাইয়ের মধ্যে বিকেল ৪ টার (GMT) টার মধ্যে সকল ব্যালেন্স উত্তোলন করতে বলা হয়েছে।
আপনার বন্ধু বা পরিচিত কেউ এই ব্রোকারে ট্রেড করে থাকলে তাকে বিষয়টি খুব দ্রুত জানিয়ে দিন।
EU referendum: ট্রেডারদের জন্য সতর্কবার্তা
আগামিকাল ২৩ জুন বৃহস্পতিবার ব্রিটেনের ইউরোজোন থেকে বেড়িয়ে আসার বহুল প্রতীক্ষিত ভোট অনুষ্ঠিত হবে । কি হতে যাচ্ছে কেউ জানেনা। ট্রেডাররা ভুগছেন অনিশ্চয়তায়। এখন আগামিকালের ভোটের ওপরই নির্ভর করছে সবকিছু।

ভোটে ব্রিটেন ইউরোজোন ত্যাগের সিদ্ধান্ত নিলে তাতে ব্রিটেনের ওপর ভয়ংকর প্রভাব পড়বে বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা। GBP/USD ১.৩৮ এও নেমে আসতে পারে বলে ধারনা করছেন অনেকে। তবে এতে যে শুধু পাউন্ড ক্ষতিগ্রস্থ হবে তা নয়, প্রভাব পড়বে ইউরোর ওপরও। ব্রেক্সিট হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে GBP/USD এবং GBP/JPY পেয়ারে। এছাড়াও EUR/JPY এবং EUR/USD এর ওপরও তাৎপর্যপূর্ণ প্রভাব পড়তে পারে বলেই আশংকা করছেন বিশ্লেষকরা।
এ অবস্থায় আনপ্রেডিক্টেবল মুভমেন্টের আশংকায় বেশিরভাগ ট্রেডার এই সপ্তাহে ট্রেডিং বন্ধ রেখেছেন। এছাড়াও ভোটের সময় বড় ধরনের হঠাৎ মুভমেন্ট থেকে ট্রেডারদের রক্ষা করার জন্য বেশিরভাগ ব্রোকারই এই সময়ে তাদের মার্জিন রিকোয়ারমেন্ট বৃদ্ধি এবং লিভারেজ কমিয়ে ২৫:১ করেছে। অনেক ব্রোকার এসএমএস পাঠিয়ে ট্রেডারদের সতর্ক করছে।
যাই হোক, ট্রেডারদের জন্য সতর্ক বার্তা হচ্ছে, আগামীকাল ২৩ তারিখ মার্কেটে অসাভাবিক হতে পারে, যেমন: স্লিপেজ, প্রাইস গ্যাপ, স্পেড বেড়ে যাওয়া ইত্যাদি। এসময় আপনার ট্রেডে SL/TP দেয়া খাকলেও স্লিপেজ/প্রাইস গ্যাপের কারনে তা ভিন্ন প্রাইসে ক্লোজ হতে পারে। এতে আপনি অনেক বেশি লসের শিকার হতে পারেন। হেজ করা একাউন্টেও স্প্রেড বেড়ে যাওয়া এবং লেভারেজ কমিয়ে দেয়ার কারনে বড় ধরনের লস হয়ে যেতে পারে। সুতরাং সবচেয়ে ভাল আজ এবং আগামীকাল ট্রেড না করা।
জেনে নিন বড়দিন ও নববর্ষের ফরেক্স মার্কেট বন্ধের সময় সুচি
.
ছুটির দিনে ট্রেডিং ঘন্টাসমূহ: (২৪/২০১৪- ০২/২০১৫)
==================================
ক্রিসমাস এবং নতুন বছর ২০১৫ -এর জন্য আগামী সপ্তাহ থেকে ফরেক্স মাকেটে ছুটি শুরু হতে যাচ্ছে এবং তা চলবে ০২-জানুয়ারী-২০১৫ পর্যন্ত । নিচে ট্রেডিং -এর সময়সূচী দেওয়া হল ।
২৪ ডিসেম্বর, ২০১৩ – মঙ্গলবার, নির্ধারিত সময়েই মার্কেট ওপেন হবে। কিন্তু মার্কেট ক্লোজ হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়
২৫ ডিসেম্বর, ২০১৩ – বুধবার, ক্রিসমাস উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে
২৬ ডিসেম্বর, ২০১৩ – বৃহস্পতিবার, মার্কেট বাংলাদেশ সময় দুপুর ১ টায় ওপেন হবে
২৭ ডিসেম্বর, ২০১৩ – শুক্রবার, মার্কেট ওপেন থাকবে সাধারন দিনের মত
২৮ ডিসেম্বর, ২০১৩ – শনিবার, তাই মার্কেট বন্ধ থাকবে
২৯ ডিসেম্বর, ২০১৩ – রবিবার, তাই মার্কেট বন্ধ থাকবে
৩০ ডিসেম্বর, ২০১৩ – সোমবার, মার্কেট ওপেন থাকবে সাধারন দিনের মত
৩১ ডিসেম্বর, ২০১৩ – মঙ্গলবার নির্ধারিত সময়েই মার্কেট ওপেন হবে। কিন্তু মার্কেট ক্লোজ হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়
১ জানুয়ারি, ২০১৪ – বুধবার, নতুন বছরের ১ম দিন উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে
২ জানুয়ারি, ২০১৪ – বৃহস্পতিবার, মার্কেট বাংলাদেশ সময় দুপুর ১ টায় ওপেন হবে, এবং এরপর থেকে আবার স্বাভাবিক ভাবেই চলতে থাকবে
বি:দ্র: ব্রোকার ভেদে সময়গুলো আংশিক পরিবর্তন হয়ে থাকবে ।
==================================
ক্রিসমাস এবং নতুন বছর ২০১৫ -এর জন্য আগামী সপ্তাহ থেকে ফরেক্স মাকেটে ছুটি শুরু হতে যাচ্ছে এবং তা চলবে ০২-জানুয়ারী-২০১৫ পর্যন্ত । নিচে ট্রেডিং -এর সময়সূচী দেওয়া হল ।
২৪ ডিসেম্বর, ২০১৩ – মঙ্গলবার, নির্ধারিত সময়েই মার্কেট ওপেন হবে। কিন্তু মার্কেট ক্লোজ হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়
২৫ ডিসেম্বর, ২০১৩ – বুধবার, ক্রিসমাস উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে
২৬ ডিসেম্বর, ২০১৩ – বৃহস্পতিবার, মার্কেট বাংলাদেশ সময় দুপুর ১ টায় ওপেন হবে
২৭ ডিসেম্বর, ২০১৩ – শুক্রবার, মার্কেট ওপেন থাকবে সাধারন দিনের মত
২৮ ডিসেম্বর, ২০১৩ – শনিবার, তাই মার্কেট বন্ধ থাকবে
২৯ ডিসেম্বর, ২০১৩ – রবিবার, তাই মার্কেট বন্ধ থাকবে
৩০ ডিসেম্বর, ২০১৩ – সোমবার, মার্কেট ওপেন থাকবে সাধারন দিনের মত
৩১ ডিসেম্বর, ২০১৩ – মঙ্গলবার নির্ধারিত সময়েই মার্কেট ওপেন হবে। কিন্তু মার্কেট ক্লোজ হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়
১ জানুয়ারি, ২০১৪ – বুধবার, নতুন বছরের ১ম দিন উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে
২ জানুয়ারি, ২০১৪ – বৃহস্পতিবার, মার্কেট বাংলাদেশ সময় দুপুর ১ টায় ওপেন হবে, এবং এরপর থেকে আবার স্বাভাবিক ভাবেই চলতে থাকবে
বি:দ্র: ব্রোকার ভেদে সময়গুলো আংশিক পরিবর্তন হয়ে থাকবে ।
.
FBS চতুর্থ বারের মতো দক্ষিন পুর্ব এশিয়ার সেরা
.
প্রসিদ্ধ ফরেক্স রিপোর্ট এওয়ার্ড ওয়ার্ল্ড ফাইন্যান্স থেকে – <<২০১৪ সালের সাউথ ইস্ট এশিয়ার সেরা ব্রোকার>> উপাধি পেয়েছে FBS ফরেক্স ব্রোকার! চতুর্থ বারের মতো এই এওয়ার্ড প্রদান করা হয়েছে যা FBS এর সফলতার এক অসাধ্য সাধন! যে কোম্পানি এবছরই নিজেদের ৫ম বর্ষপূর্তি উদযাপন করলো আর শুরু থেকে এধরনের সম্মানজনক পুরস্কার পাওয়া, সত্যিই অবিশ্বাস্য!
কোম্পানির অফিসিয়াল কতৃপক্ষ লন্ডনে এই পুরস্কার বিতরণীতে অংশগ্রহনের জন্য আমন্ত্রিত হয়েছে। অনুষ্ঠানের পরে ব্যাবস্থাপকরা FBS এর হেড অফ অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্টের সাক্ষাৎকার নিয়েছে যার বিষয় ছিল এশিয়া এবং কোম্পানির প্রত্যাশা সম্পর্কে।
FBS প্রচুর জনপ্রিয়তা এবং বিশ্বজুড়ে চমৎকার খ্যাতি অর্জন করেছে, বিশেষ করে এশিয়াতে। এই বছরও বেশ কয়েকটি FBS এর নতুন রিপ্রেজেন্টেটিভ অফিস খোলা হয়েছে।
কোম্পানির অফিসিয়াল কতৃপক্ষ লন্ডনে এই পুরস্কার বিতরণীতে অংশগ্রহনের জন্য আমন্ত্রিত হয়েছে। অনুষ্ঠানের পরে ব্যাবস্থাপকরা FBS এর হেড অফ অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্টের সাক্ষাৎকার নিয়েছে যার বিষয় ছিল এশিয়া এবং কোম্পানির প্রত্যাশা সম্পর্কে।
FBS প্রচুর জনপ্রিয়তা এবং বিশ্বজুড়ে চমৎকার খ্যাতি অর্জন করেছে, বিশেষ করে এশিয়াতে। এই বছরও বেশ কয়েকটি FBS এর নতুন রিপ্রেজেন্টেটিভ অফিস খোলা হয়েছে।
FBS Main Site
.
বড় দিন ও নববর্ষের জন্য ফরেক্স মার্কেট বন্ধ থাকবে
প্রতি বছরই অনেক ট্রেডার হতবাক হয়ে লক্ষ করেন শনিবার বা রবিবার নয় তবুও ফরেক্স মার্কেট চলছে না। সত্যি করে বলতে কি এমনটা আমারও হয়েছে। এ বছরও স্কাইপে এবং ফেইসবুকে উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে হয়ে পোস্ট দিলাম।
মনে রাখবেন প্রতি বছরই বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে্ মার্কেট বন্ধ থাকে। এ বছরের সিডিউলটা নিচে দেয়া হল-
এটা হচ্চে Exness ট্রেডারদের জন্য
Date | Trading hours for forex | Trading hours for gold and silver, futures CFDs |
12.24.2013 | No changes | Trading continues until 18:30 |
12.25.2013 | Trading stops at 08:00 and resumes at 22:00 | Trading resumes at 23:00 |
12.26.2013 | No changes | No changes |
12.31.2013 | Trading continues until 22:00 | Trading continues until 22:00 |
01.01.2014 | Trading starts at 22:00 | Тrading starts at 23:00 |
অন্যান্য ব্রোকারেও সামান্য কিছু পার্থক্য হতে পারে।
Ironfx এর সেমিনারে Debate contest এ প্রথম ১ম স্থান অর্জন করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন

গত ২২ জুন ২০১৩ ঢাকার গুলশান ২ এর স্প্রেক্টা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত Ironfx এর সেমিনারে Debate contest অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় অংশ নিয়ে ১ম স্থান অর্জন করলেন বিডি ফরেক্স স্কুল এর এডমিন মুহাম্মাদ রকিবুল ইসলাম। ৯ জন শক্ত প্রতিদন্ধী কে হারিয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শুধু হল ভর্তি দর্শকদেরই আকৃষ্ট করেননি, আকৃষ্ট করেছেন বিচারকদেরও। প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে তিনি ৫০ ডলার জিতে নেন। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথম হওয়াটা আমার মূল উদ্দেশ্য ছিলনা। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কনটেস্টে অংশ নিয়েছিলাম। হয়তো আমার বক্তব্য বিচারকদের কাছে গুরুত্বপূন্য মনে হয়েছে তাই বিজয়ী হয়েছি।’ উল্লেখ্য, মুহাম্মাদ রকিবুল ইসলাম একজন ফরেক্স ট্রেডার এবং ট্রেইনার। সেখানে তার অনেক ছাত্র, বন্ধু এবং শুভাকাংখী উপস্থিত ছিলেন।
NETELLER
Neteller এর কিছু সুবিধা থাকলেও কিছু বড় অসুবিধা আছে। আনভেরিফাইড একাউন্টে লেনদেন করলে আপনার একাউন্ট ব্লক মেরে সব ডলার হজম করে দেবে। সুতরাং আনভেরিফা্ইড একাউন্ট এড়িয়ে চললে আশা করি খুব অসুবিধা হবেনা।
নেটেলার মুলত একটি UK based পেমেন্ট প্রসেসর। নেটেলার একটি FSA রেগুলেটেড(লিঙ্ক) পেমেন্ট প্রসেসর। নেটেলার পেমেন্ট প্রসেসরটি Optimal Payments Limited দ্বারা পরিচালিত। Optimal Payments Limited প্রতিষ্ঠানটি Financial Conduct Authority দ্বারা অনুমোদিত এবং নেটেলার অনলাইনে ই-কারেন্সি ভিত্তিক কার্যক্রমের জন্য অনুমোদিত।
সুবিধাঃ
– প্রিপেইড মাস্টারকার্ড প্রদান করে
– ভার্চুয়াল মাস্টারকার্ড প্রদান করে
– ব্যাংকে উইথড্র করা যায়
– চেক উইথড্রয়াল
– কোন ফি ছাড়াই অন্য কারো নেটেলার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন
– সমর্থিত অ্যাকাউন্ট কারেন্সিঃ USD, EUR, GBP, JPY, INR, HUF AUD, BGN, CAD, DKK, EEK, LTL, LVL, MXN, NOK, PLN, RON, RUB, SEK, SGD
– রিওয়ার্ড পয়েন্ট সুবিধা
– VIP অ্যাকাউন্ট
– ভার্চুয়াল মাস্টারকার্ড প্রদান করে
– ব্যাংকে উইথড্র করা যায়
– চেক উইথড্রয়াল
– কোন ফি ছাড়াই অন্য কারো নেটেলার অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে পারবেন
– সমর্থিত অ্যাকাউন্ট কারেন্সিঃ USD, EUR, GBP, JPY, INR, HUF AUD, BGN, CAD, DKK, EEK, LTL, LVL, MXN, NOK, PLN, RON, RUB, SEK, SGD
– রিওয়ার্ড পয়েন্ট সুবিধা
– VIP অ্যাকাউন্ট
Open a Neteller Account
ভেরিফিকেশনঃ
নেটেলারে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তাদের সার্ভিস ব্যবহার করার জন্য। ভেরিফাই না করে $১০০ পর্যন্ত লেনদেন করা যায় কিন্তু তা নিরাপদ নয়। আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব নয়। নেটেলার অ্যাকাউন্টের নাম এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নাম এক হতে হবে। তা নাহলে ব্রোকারে সমস্যা হতে পারে। তাই নিজের আসল নাম ব্যবহার করতে হবে।
ভেরিফাই করতে যা লাগবেঃ ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের পরিষ্কার স্ক্যান কপি
ভেরিফাই করতে সময় লাগেঃ ৩-৭ দিন
ভেরিফাই নিয়ে সমস্যাঃ
ভেরিফাই নিয়ে সমস্যাঃ
অনেকেই ভেরিফাইয়ের জন্য আবেদন করেছেন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছেনা বলে অভিযোগ করেছেন। অনেকে ডকুমেন্টস আপলোড করছে ঠিকই কিন্তু সাবমিট করছেন না। ডকুমেন্টস আপলোড করার পরের পেইজে সাবমিটের আলাদা বাটন রয়েছে। সেখান থেকে সাবমিট না করলে ভেরিফাইয়ের জন্য রিকোয়েস্ট ওদের কাছে যায় না, তাই ভেরিফাইও হয় না। তাই ভেরিফাই করার সময় সবাই এই ব্যাপারে খেয়াল রাখবেন। কোনভাবেই যদি ভেরিফাই করতে না পারেন তাহলে membersecurity@neteller.com এই ইমেইলে আপনার ন্যাশনাল আইডির স্কান কপি এবং একাউন্ট নং পাঠিয়ে দিন ভেরিফাই হয়ে যাবে।
Open a live Account
প্রথমে আপনি ঠিক করে নিন কোন ব্রোকারে ট্রেড করবেন। সেক্ষেত্রে ভাল ব্রোকার সম্পর্কে জানতে এখানে ক্লিক করে সিদ্ধান্ত নিন। তারপর নিচের লিংক থেকে একাউন্ট খুলুন … প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন…
Comments