বিপিএলের অনুষ্ঠানে টাকা নিতে চাননি সালমান

অথচ সালমান খান নাকি শুরুতে ঢাকায় আসতে রাজি হতে চাননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো করার জন্য বিসিবি প্রথমে ভেবেছিল ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ আর অরিজিৎ সিংকে আনবে। পরে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। সিদ্ধান্ত হয় সালমান খানকে আনা হবে। বলিউডের ‘ভাইজান’কে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির পরিচালক শেখ সোহেলকে।

শেখ সোহেলকে সালমান খান জানান, ৮ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখন ‘দাবাং থ্রি’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ হচ্ছে, পাশাপাশি ছবির প্রচার-প্রচারণা নিয়েও তিনি ব্যস্ত। শেখ সোহেল তাঁকে প্রস্তাব দেন, ‘মাত্র দুই থেকে তিন ঘণ্টার জন্য ঢাকায় এলেই চলবে। যাওয়া-আসা করবেন ভাড়া করা বিমানে।’ সালমান খান উল্টো প্রস্তাব দেন অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১০ ডিসেম্বর করতে হবে। তাহলে তিনি ২ ঘণ্টা নয়, ২ দিন থাকতে পারবেন!

বিসিবির আয়োজন আর বঙ্গবন্ধুর নাম শুনে সালমানের মন গলে যায়। ‘দাবাং’ ছবির তারকা বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলকে ভীষণ পছন্দ করি। সাকিব, মুশফিক, তামিমের খেলা ভালো লাগে। আর বঙ্গবন্ধুর প্রতি আমার অনেক শ্রদ্ধা। ঠিক আছে, যত কষ্ট হোক, আমি ঢাকায় যাব।’
সালমান খান তাঁর ম্যানেজারকে ডেকে ‘দাবাং থ্রি’ ছবির ডাবিং ৮ ডিসেম্বর থেকে এগিয়ে ৭ ডিসেম্বর করতে বললেন। শেখ সোহেলের সঙ্গে কথা বলার সময় ফোন দেন ক্যাটরিনা কাইফকে। বলিউডের এই নায়িকাকে বললেন তাঁর সঙ্গে একই বিমানে ঢাকায় যেতে। ৭ ডিসেম্বর দিবাগত রাত তিনটা পর্যন্ত ডাবিংয়ের কাজ শেষ করে ভোররাত চারটায় বিমানে ওঠেন তাঁরা। ঢাকায় এসে কিছুক্ষণ ঘুমিয়ে নেন। সন্ধ্যায় ক্যাটরিনা কাইফকে সঙ্গে নিয়ে আসেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এত কষ্ট করে এলেন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে, সালমান খান নিশ্চয়ই বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন? শেখ সোহেল প্রথম আলোকে যা বললেন, তা শুধু চমক জাগানিয়া নয়, সালমান খানের প্রতি মুগ্ধতাও বেড়ে যায়। তিনি বললেন, ‘সালমান খান পারিশ্রমিক নিয়ে কখনোই কথা বলেনি। যখন টাকার আলাপ তুলেছি, আমার কাঁধে হাত দিয়ে হেসে বলেছেন, জীবনে টাকা কি সব? তুমি আমাকে এক কাপ চা বানিয়ে দিয়ো। ওটাই খাব। “দাবাং থ্রি” নিয়ে তিনি এত ব্যস্ত ছিলেন, ওই সময় আর কোনো অনুষ্ঠানেই যাননি। ক্রিকেট আর বঙ্গবন্ধুর নাম শুনে আমাদের অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। কোনো টাকা নিতে চাননি। তা-ই নয়, ক্যাটরিনা কাইফকে বলেছেন, তুমিও কোনো পারিশ্রমিক নিয়ো না।’
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী সালমান খান এ ধরনের অনুষ্ঠানে সাধারণত চার কোটি টাকা পারিশ্রমিক নেন। শেখ সোহেল বলেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এক টাকাও নিতে চাননি! বিসিবি অবশ্য সালমান খানের উদারতার সুযোগ নেয়নি। সালমান খানর দাতব্য প্রতিষ্ঠানে দুই কোটি টাকার চেক দিয়েছে। ক্যাটরিনা কাইফকে দেওয়া হয়েছে ৫০ লাখ টাকার চেক।

- Get link
- X
- Other Apps
Labels:
Get a $500 Bank of America Gift Card Law
Gift Card
Gift Card Walmart Law
https://amzn.to/2D4eOaW
https://amzn.to/2OdsKFO
https://amzn.to/33umJJj
https://amzn.to/34vJOfZ
https://www.youtube.com/watch?v=ifA6MHBTYLE
Michelle Obama shares 'Happy Thanksgiving' message with photo of family
Walmart
Location:
Bangladesh
Comments